
ঢাকার বায়ুমানে উন্নতি

সম্প্রতি বিশ্বের দূষিত নগরগুলোর মধ্যে প্রায়ই শীর্ষে থাকে ঢাকা। যা বড় ধরনের উদ্বেগের কারণ।
যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাইবিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়াল’-এর বায়ুমান সূচকের (একিউআই) তথ্যমতে, গত ফেব্রুয়ারির একদিনও ঢাকাবাসী নির্মল বায়ু পাননি। জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। ওই মাসে ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। চলতি মার্চেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর ছিল ১০ দিন। খুবই অস্বাস্থ্যকর ১৫ দিন ও দুর্যোগপূর্ণ ছিল তিন দিন। গত দুদিন বৃষ্টি হওয়ায় বায়ুমানে উন্নতি ঘটেছে। সোমবার সন্ধ্যায় স্কোর ছিল ৭৪, যা মাঝারি মানের বিবেচিত।
একিউআই স্কোর অনুযায়ী শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
পিডিএস/মীর