reporterঅনলাইন ডেস্ক
  ২০ মার্চ, ২০২৩

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মে

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে মে মাসের ১৯ তারিখে। রবিবার (১৯ মার্চ) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছরের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১০ ডিসেম্বর আবেদন শুরু হয়। শেষ হয় ৩১ ডিসেম্বর। এতে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী।

৪৫তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে। এবারই প্রথমবারের মতো ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি।

২ হাজার ৩০৯ জন ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসা খাতে। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি ৪৩৭ জন নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে। এছাড়া, পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রিলিমিনারি পরীক্ষা,৪৫তম বিসিএস,পিএসসি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close