
উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন আজ

দিনাজপুরের পার্বতীপুরে স্থাপিত বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের উদ্বোধন হবে আজ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যৌথভাবে এই পাইপলাইন উদ্বোধন করবেন । অনুষ্ঠানটির জন্য সময় নির্ধারণ করা হয়েছে আজ শনিবার (১৮ মার্চ) বিকেল ৫টা।
বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম আন্তঃসীমান্ত জ্বালানি তেলের পাইপলাইন স্থাপনে আনুমানিক খরচ ৩৭৭ কোটি রুপি। বাংলাদেশ অংশে ব্যয় হয়েছে প্রায় ২৮৫ কোটি টাকা। ভারত সরকারের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা বহন করা হয়েছে। ভারতের অভ্যন্তরে ৫ কিলোমিটার পর্যন্ত পাইপলাইনটি স্থাপিত।
ভারত থেকে বাংলাদেশে ডিজেল আমদানির জন্য ২০১৭ সালে স্বাক্ষরিত চুক্তির আওতায় পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে দিনাজপুরের পার্বতীপুরে মেঘনা পেট্রোলিয়াম ডিপো পর্যন্ত বসানো হয়েছে এই পাইপলাইন। বার্ষিক ১ মিলিয়ন টন হাই-স্পিড ডিজেল (এইচএসডি) সরবরাহের সক্ষমতা রয়েছে এই পাইপলাইনের। এর মাধ্যমে যে ডিজেল আসবে তা বাংলাদেশের উত্তরাঞ্চলের সাতটি জেলায় সরবরাহ করা সহজ হবে।
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও পরিবেশ-বান্ধব ডিজেল সরবরাহ নিশ্চিত করবে এবং এর মাধ্যমে দুই দেশের মধ্যে জ্বালানি নিরাপত্তায় সহযোগিতা আরও বাড়বে।
২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী পাইপলাইন স্থাপন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৫ বছর মেয়াদি এ প্রকল্প ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড এবং বাংলাদেশের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড যৌথভাবে বাস্তবায়ন করছে।
এর আগে বাংলাদেশ প্রতিবেশী ভারত থেকে ডিজেল আমদানিতে রেল ট্যাংকার ব্যবহার করত। এই ফ্রেন্ডশিপ পাইপলাইনকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের নতুন মাত্রা হিসেবে দেখছে সরকারের জ্বালানি বিভাগ।
পিডিএস/এমএইউ/কেএমএস