নিজস্ব প্রতিবেদক

  ১৪ মার্চ, ২০২৩

সুর বাহারের সংস্কৃতিক সন্ধ্যা

ছবি : প্রতিদিনের সংবাদ

সাংস্কৃতিক সংগঠন সুর বাহার আয়োজিত দ্বিতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার (১৩ মার্চ) রাজধানী ঢাকায় ধানমন্ডীতে কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ডা. অসীম রঞ্জন বড়ুয়া।

সন্ধ্যা ৬টায় শুরু হয় অনুষ্ঠান। শুরুতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতা জীবন স্যান্নাল। এরপর শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। ও আমার বাংলা মা গো- এই দেশাত্মবোধক গান প্রথমেই পরিবেশন করেন কণ্ঠশিল্পী বিনয় সমদ্দার। দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে সংস্কৃতিক পর্ব শুরু হয়।

সঙ্গীত পরিবেশন করেন অর্চনা দাস, আফরোজা ঝুমুর, ইমা ইসলাম, দোলন বড়ুয়া, বিনয় সমদ্দার, ডা. অসীম বড়ুয়া, রানা, আলামিন, অর্ণব দাস। দুজন বাচিক শিল্পী কবিতা আবৃত্তি করেন।

অনুষ্ঠানে উপস্থাপনা করেন নাজমা পারভীন। তবলায় ছিলেন জীবন স্যান্নাল, গিটারে মো. হালিম, কী বোর্ডে রাজন ও অক্টোপ্যাডে রতন। মিলনায়তন ভর্তি শ্রোতা-দর্শক এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুর বাহার,সংস্কৃতিক সন্ধ্যা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close