নিজস্ব প্রতিবেদক

  ২২ জানুয়ারি, ২০২৩

পুলিশের দশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা বিএনপির

ছবি : সংগৃহীত

রাজধানীর নয়া পল্টনে ৭ ডিসেম্বরের ঘটনায় হামলার অভিযোগ এনে গোয়েন্দা পুলিশ প্রধান, কাউন্টার টেররিজম (সিটিটিসি) প্রধানসহ ১০ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। এ মামলায় আরও প্রায় তিন শ পুলিশ সদস্যকে অজ্ঞাত আসামি উল্লেখ করা হয়।

রবিবার (২২ জানুয়ারি) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটির আবেদন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম। এ তথ্য নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। তিনি জানান, আদালত অভিযোগ আমলে নিয়ে বাদীর জবানবন্দি শুনেছেন। এর রায় পরে দেবেন।

এজাহারে উল্লেখিত আসামিরা হলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজাস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. খ. মহিদ উদ্দিন, যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন) সঞ্জিত কুমার রায়, যুগ্ম পুলিশ কমিশনার (রমনা) বিপ্লব কুমার দাস, যুগ্ম পুলিশ কমিশনার মেহেদী হাসান, যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার, উপ-পুলিশ কমিশনার ( মতিঝিল) হায়াতুল ইসলাম খান, সহকারী পুলিশ কমিশনার (মতিঝিল জোন) গোলাম রুহানি ও কথিত আনসার সদস্য আল আমিন ওরফে মাহিদুর রহমান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পুলিশ,বিএনপি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close