reporterঅনলাইন ডেস্ক
  ০৯ ডিসেম্বর, ২০২২

পল্টন থানায় চিঠি দিল বিআরটিসি বাসের নিরাপত্তা চেয়ে

ফাইল ছবি

রাজধানীর পল্টন মডেল থানায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিএ) কুমিল্লা বাস ডিপোর পক্ষ থেকে গুলিস্থানে স্ট্যান্ড করে রাখা বাসের নিরাপত্তা চেয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। কুমিল্লা বিআরটিসির বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) প্রকৌশলী মো. কামরুজ্জামানের সই করা চিঠিতে এই নিরাপত্তা চাওয়া হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালে পল্টন থানায় চিঠিটি পৌঁছে দেন বিআরটিসির বাস ইজারা নেওয়া দুই ব্যক্তি। পল্টন থানায় চিঠি দিয়ে ফেরার পথে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের তল্লাশির মুখে পড়েন তারা। এ সময় বিষয়টি জানা যায়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে লেখা ওই চিঠিতে বলা হয়, ‘উপরোক্ত বিষয়ের আলোকে আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিআরটিসি একটি রাষ্ট্রায়ত্ত সেবামূলক পরিবহন প্রতিষ্ঠান। এই প্রেক্ষাপটে অত্র ডিপোর নিয়ন্ত্রণাধীন বাস দ্বারা দীর্ঘদিন যাবৎ ‘চান্দিনা টু গুলিস্তান’ ও ‘বোয়ালমারী টু গুলিস্তান’ রুটের সম্মানিত যাত্রী সাধারণদের পরিবহন সেবা প্রদান করা হচ্ছে।’

এতে আরও বলা হয়, ‘ওই রুটে পরিচালিত বাসগুলো নির্ধারিত ট্রিপ শেষে দিনে এবং রাতে গুলিস্তান-ফুলবাড়িয়া এবং গুলিস্তান পার্কের পাশে অবস্থান করে। ওই বাসগুলোর (সরকারি সম্পত্তি) পর্যাপ্ত নিরাপত্তার জন্য আপনার প্রশাসনিক সহযোগিতা প্রয়োজন।’

তবে বিএনপির সমাবেশকে ঘিরে এ ধরনের নিরাপত্তা চাওয়া হয়েছে কিনা, সে বিষয়ে কিছুই জানা যায়নি।

জানতে চাইলে রাজধানীর পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, ‘এ বিষয়ে এখনও পর্যন্ত আমার কিছু জানা নেই। খোঁজ নিয়ে দেখবো।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close