reporterঅনলাইন ডেস্ক
  ০১ ডিসেম্বর, ২০২২

ডেঙ্গুতে মৃত্যুহীন দিন পার, হাসপাতালে ভর্তি ৩৮০

ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ২১৮ ও ঢাকার বাইরে ১৬২ জন চিকিৎসাধীন আছেন। তবে একই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যু ২৫৪ জনেই রয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী এক হাজার ৭৪৪ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি রোগী ৯৮১ জন ও ঢাকার বাইরে অন্যান্য বিভাগের ৭৬৩ জন ভর্তি আছেন।

এতে আরও বলা হয়েছে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৫৭ হাজার ৭৩৮ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ৩৬ হাজার ৭২৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি ২১ হাজার ১৩ জন।

এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৫ হাজার ৭৪০ জন ডেঙ্গু রোগী। ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৫ হাজার ৫৮৯ জন ও ঢাকার বাইরে ২০ হাজার ১৫১ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩শ’ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। আর গত বছর ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডেঙ্গু,মৃত্যুহীন দিন,হাসপাতালে ভর্তি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close