নিজস্ব প্রতিবেদক

  ২৪ নভেম্বর, ২০২২

ডেঙ্গুজ্বরে মৃত্যু আরও ১ জনের, আক্রান্ত ৫১৯             

ছবি : সংগৃহীত

এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। তাতে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪১ জন মারা গেলেন। আর নতুন করে ৫১৯ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ৫৪ হাজার ৯২৪ জন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন ভর্তি হওয়াদের মধ্যে ঢাকায় ২৫৮ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ২৬১ জন। তাতে বর্তমানে সারা দেশে দুই হাজার ২২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ১৪২ জন এবং ঢাকার বাইরে ৮৮০ জন। চলতি বছর ভর্তি রোগী ঢাকায় ৩৫ হাজার ১৪৬ জন এবং ঢাকার বাইরে ১৯ হাজার ৭৭৮ জন। একই সময় সারা দেশে ছাড়প্রাপ্ত রোগী ৫২ হাজার ৬৬১ জন। এর মধ্যে ঢাকায় ৩৩ হাজার ৮৫৮ জন এবং ঢাকার বাইরে ১৮ হাজার ৮০৩ জন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডেঙ্গুজ্বর,আক্রান্ত,মৃত্যু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close