নিজস্ব প্রতিবেদক

  ০৫ অক্টোবর, ২০২২

ডেঙ্গু জ্বরে মৃত্যু আরও ২, আক্রান্ত ৩৪৪

ছবি : সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো ৩৪৪ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় ২৭০ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সারা দেশে মোট ২ হাজার ১৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৬০১ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৫৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এ বছর ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা ১৮ হাজার ৬৪৬ জন। এরমধ্যে ঢাকায় ১৪ হাজার ১২৯ এবং ঢাকার বাইরে ৪ হাজার ৫১৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সারা দেশে ছাড়প্রাপ্ত রোগী ১৬ হাজার ৪২৭ জন। এরমধ্যে ঢাকায় ১২ হাজার ৪৯৭ জন এবং ঢাকার বাইরে ৩ হাজার ৯৩০ জন। দুজনের মৃত্যু হওয়ায় মোট মারা গেছে ৬৩ জন।

গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী ছিল ২৮ হাজার ৪২৯ জন এবং মৃত্যু হয় ১০৫ জনের।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডেঙ্গু জ্বর,মৃত্যু,আক্রান্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close