নিজস্ব প্রতিবেদক
ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়াল ডিএনসিসি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বাসিন্দারা ঘরে বসেই অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে হোল্ডিং ট্যাক্স, নতুন লাইসেন্স ও লাইসেন্স নবায়ন ফি পরিশোধ করতে পারছেন। এ ডিজিটাল পদ্ধতিতে ডিএনসিসি এলাকার করদাতা ও ব্যবসায়ীরা অনলাইনে মূল্য পরিশোধ করলে তাদের ছাড় দেওয়া হবে। একই সঙ্গে ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে ডিএনসিসি।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্ধিত সময়ের মধ্যে করদাতাদের বকেয়াসহ চলতি অর্থবছরের (২২-২৩) চার কিস্তি হোল্ডিং ট্যাক্স একত্রে পরিশোধ করলে মিলবে ১০ শতাংশ রেয়াত বা ছাড়। সিটি করপোরেশনের তরফ থেকে এ সুযোগ গ্রহণ করে ব্যবসায়ীদের সার চার্জ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগের ফলে ট্রেড লাইসেন্স, লাইসেন্স নবায়ন ও গৃহকর পরিশোধে নগরবাসীর হয়রানির নিরসন হবে। সেসঙ্গে বাঁচবে সময়ও। একই সঙ্গে উদ্যোগটি ডিএনসিসির সব কার্যক্রমকে ডিজিটাইজড ও রাজস্ব স্বয়ংক্রিয় পদ্ধতি শক্তিশালীকরণ সংক্রান্ত কার্যক্রমের একটি অংশ।