reporterঅনলাইন ডেস্ক
  ২৮ সেপ্টেম্বর, ২০২২

বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা 

ছবি : আইএসপিআর

বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (বিএসআইএসসি) এর বার্ষিক বিজ্ঞান মেলা বুধবার (২৮ সেপ্টেম্বর) স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিএসআইএসসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম শামসুল সালেকিন, পিএসসি, কমান্ড্যান্ট, সিওডি উপস্থিত থেকে এ মেলার উদ্ভোধন করেন।

বিএসআইএসসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল শেখ শরিফুল ইসলাম, পিএইচডি (অব:) ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে এ মেলায় প্রদর্শিত সবগুলো প্রজেক্ট ঘুরে দেখেন এবং বিজ্ঞানমনা শিক্ষার্থীদের সাথে প্রদর্শিত প্রজেক্টগুলো সম্পর্কে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বিজ্ঞানমনা শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক, সৃষ্ঠিধর্মী প্রতিভা এবং চিন্তাচেতনার ভূয়সী প্রশংসা করেন। এ ছাড়াও ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও অতিথিবৃন্দ এ মেলা ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে এ মেলায় প্রদর্শিত প্রজেক্ট সমূুহের গুণগত মানের অধিকতর প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ। আইএসপিআর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ,বিজ্ঞান মেলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close