নিজস্ব প্রতিবেদক

  ২৮ সেপ্টেম্বর, ২০২২

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৬৬৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত) কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬৬৫ জনের। শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৭ শতাংশ। এ নিয়ে দেশে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ২৩ হাজার ৮১০ জনে। মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত ২৯ হাজার ৩৬০ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৮১টি ল্যাবে ৪ হাজার ৬৭৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

এদিকে, এক দিনে করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ৪২৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৪ হাজার ১৪৭ জন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা,শনাক্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close