নিজস্ব প্রতিবেদক

  ২১ সেপ্টেম্বর, ২০২২

করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ৬৪১  

দেশে টানা তৃতীয় দিনের মতো ২৪ ঘণ্টায় (বুধবার, ২১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ছয়শর বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে, নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার পৌঁছেছে ১৫ শতাংশের কাছাকাছি। এ সময় ৪ হাজার ৩৫১ জনের নমুনা পরীক্ষা করে ৬৪১ নতুন রোগী শনাক্ত হয়েছে, তবে মৃত্যু হয়নি কারো।

সর্বশেষ গত ২১ জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল এক দিনে। সেদিন ৮৮৪ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ার তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে হয়েছে ১৪ দশমিক ৭৩ শতাংশ, যা আগের দিন ১২ দশমিক ৭৩ শতাংশ ছিল। নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৯ হাজার ৪৭০ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের দিনের মতোই ২৯ হাজার ৩৪৫ জন রয়েছে।

২৪ ঘণ্টায় ২২০ জন কোভিড রোগী সেরে উঠেছে। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬১ হাজার ৪৮০ জন। আর নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৫০০ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৪০ জেলাতেই গত এক দিনে করোনাভাইরাস আক্রান্ত নতুন রোগীর সন্ধান মিলেছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা,মৃত্যুহীন দিন,শনাক্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close