reporterঅনলাইন ডেস্ক
  ১৪ আগস্ট, ২০২২

করোনা শনাক্ত ২২৬, মৃত্যু একজন

সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ গত একদিনে ২২৬ জন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে এক জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার (১৪ আগস্ট) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২২৬টি নমুনা পরীক্ষা করে ২২৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ৪ দশমিক ৩২ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৪ দশমিক ২৯ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৮ হাজার ৮৭০ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৩১৩ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

গত ২৪ ঘণ্টায় ৪৭৯ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫১ হাজার ৩২২ জন।

নতুন শনাক্ত ২১০ জনের মধ্যে ১১৫ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৪৬ জেলায় গত একদিনে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। গত একদিনে রংপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে কোনো নতুন রোগী ধরা পড়েনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা,শনাক্ত,মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close