নিজস্ব প্রতিবেদক

  ১০ আগস্ট, ২০২২

খাদ্যনিরাপত্তা ব্যবস্থাপনা পদ্ধতি

আন্তর্জাতিক সনদ পেল আট প্রতিষ্ঠান

ছবি : প্রতিদিনের সংবাদ

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশনের (আইএসও) খাদ্যনিরাপত্তা ব্যবস্থাপনা পদ্ধতি (এফএসএমএস) আইএসও ২২০০০ মান সনদ অর্জন করেছে আট প্রতিষ্ঠান। এসএমই ফাউন্ডেশনের সহায়তায় গত অর্থবছরের জন্য গতকাল এ সনদ দেয়া হয়।

প্রতিষ্ঠানগুলো হলো সেফ ট্রেডিং করপোরেশন, প্রতিভা ট্রেডিং, অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ, মাসুদ এ্যাগ্রো প্রসেসিং ফুড প্রডাক্টস, বানী’স ক্রিয়েশন, আয়ুর্বেদীয় ফার্মেসি (ঢাকা), ছিপ ফুড বিডি ও অলওয়েলস মার্কেটিং।

এসএমই ফাউন্ডেশনের এমডি ড. মো. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আন্তর্জাতিক সনদ,আট প্রতিষ্ঠান,খাদ্যনিরাপত্তা ব্যবস্থাপনা পদ্ধতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close