reporterঅনলাইন ডেস্ক
  ০৫ আগস্ট, ২০২২

রোহিঙ্গা প্রত্যাবাসনে ভিয়েতনামের সহযোগিতা চায় ঢাকা

ছবি : সংগৃহীত

রোহিঙ্গা প্রত্যাবাসনে ভিয়েতনামের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যূত রোহিঙ্গাদের দ্রুত তাদের দেশে ফিরিয়ে নিতে দেশটির সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগাতে ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কম্বোডিয়ার রাজধানী নমপেনে ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থান সোনের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান।

বৈঠকে ড. মোমেন বাংলাদেশের বিভিন্ন খাতে ভিয়েতনামকে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান। বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল, কৃষি ও আইসিটির মতো অগ্রাধিকার খাতে ভিয়েতনামকে বিনিয়োগের আহ্বান জানান। তিনি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য নিয়মিতভাবে প্রযুক্তিগত দক্ষতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

ড. মোমেন আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার (এসডিপি) হিসেবে বাংলাদেশের প্রার্থীতার পক্ষে ভিয়েতনামের সমর্থনও প্রত্যাশা করেন।

উল্লেখ্য, ড. মোমেন ২৯তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে বর্তমানে কম্বোডিয়া সফরে রয়েছেন

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রোহিঙ্গা,প্রত্যাবাসন,ভিয়েতনাম
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close