reporterঅনলাইন ডেস্ক
  ০৩ আগস্ট, ২০২২

চট্টগ্রামে যাত্রাবিরতি বিলাওয়াল ভুট্টোর, স্বাগত জানালেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। ছবি : ফেসবুক

আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ২৯তম মন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিত ৪-৬ আগস্ট বৈঠকে যোগ দিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি কম্বোডিয়া যাওয়ার পথে বাংলাদেশের চট্টগ্রামে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। এসময় বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ তাকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান।

ঢাকায় পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পরে উভয় মন্ত্রী একে অপরকে বই উপহার দেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রায় ৪০ মিনিট চট্টগ্রাম বিমানবন্দরে অবস্থান করেন। চট্টগ্রাম বিমানবন্দরে বিরতির সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তার সমকক্ষ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা বার্তা প্রদান করেন।

এসময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের উপর দিয়ে যাওয়ার সময় আমি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সুস্বাস্থ্য, সুখ শান্তি এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আমার ব্যক্তিগত শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,যাত্রাবিরতি,বিলাওয়াল ভুট্টো
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close