reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জুন, ২০২২

বিদেশি গণমাধ্যমে বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু

ছবি : প্রতিদিনের সংবাদ

দীর্ঘ প্রতিক্ষার পর বাংলাদেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতুর দ্বার উন্মোচিত হল। শনিবার (২৫ জুন) দুপুর পৌনে ১২ তা নাগাদ বহু আশা-আকাঙ্ক্ষার পদ্মা সেতু উদ্বোধন হলো। সেতুটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বপ্নের এই সেতুকে ঘিরে বাংলাদেশের গণমাধ্যমগুলো শুরু থেকেই ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করে আসছে। তবে আজ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে তুলে ধরা হয়েছে বাংলাদেশের সক্ষমতা ও অর্জনের প্রতীক পদ্মা সেতু উদ্বোধনের সংবাদ।

শনিবার(২৫ জুন) কলকাতার প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা লিড শিরোনাম করেছে ‘পদ্মা সেতু: জ্বলে পুড়ে-মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়! পদ্মা সেতু উদ্বোধনে হাসিনার কণ্ঠে সুকান্ত’। এমনকি তাদের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।

ভারতের আরেক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণে লাইভ আপডেট জানিয়েছে পদ্মা সেতু উদ্বোধনের। স্মারক নোট প্রকাশ থেকে শুরু করে প্রধানমন্ত্রীর টোল পরিশোধের খবর সহ সকল আপডেট ধারাবাহিকভাবে উঠে এসেছে তাদের প্রতিবেদনে।

সিঙ্গাপুরভিত্তিক দৈনিক দ্য স্ট্রেইট টাইমস শুক্রবার পদ্মা সেতু নিয়ে বিশদ এক প্রতিবেদন করেছে। তাদের শিরোনাম, ‘বিদেশি ঋণের ফাঁদ, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এড়িয়েছে বাংলাদেশের নতুন সেতু’। ইটিভি ভারতের শিরোনামে বলা হয়েছে, ‘বাংলাদেশ পদ্মা সেতু: ঢাকা-কলকাতা আরো কাছাকাছি, বহু প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধনে শেখ হাসিনা’।

এবিপি আনন্দ লিখেছে, ‘সড়কপথে এপার বাংলা থেকে ওপার বাংলায় পৌঁছানোর দূরত্ব কমাবে পদ্মা সেতু’। প্রতিবেদনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নপূরণের কথা উল্লেখ করেছে ভারতের টাইমস গ্রুপের বাংলা সংবাদমাধ্যম এই সময়। তাদের শিরোনাম, ‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, পদ্মা সেতুর উদ্বোধন করলেন শেখ হাসিনা’। সেতুটি নির্মাণে কত খরচ হয়েছে তা নিয়ে আরেকটি প্রতিবেদন করেছে তারা।

কলকাতার জাতীয় দৈনিক আজকালের শিরোনাম, ‘বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্বের বুকে: শেখ হাসিনা’।

বার্তাসংস্থা এএনআই লিখেছে, বাংলাদেশের ১৭ কোটি মানুষের স্বপ্ন সত্য হলো: পদ্মা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’। দ্য ইকোনমিক টাইমসও একই শিরোনামে খবর প্রকাশ করেছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পদ্মা সেতু,বাংলাদেশ,প্রধানমন্ত্রী শেখ হাসিনা,উদ্বোধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close