reporterঅনলাইন ডেস্ক
  ২০ জুন, ২০২২

অপ্রয়োজনে বাতি, ফ্যান, এসি বন্ধ রাখার আহ্বান

ছবি : সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য অপ্রয়োজনীয় বাতি, ফ্যান, এসি চালানো বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবউশন কোম্পানি লিমিটেড।

সোমবার (২০ জুন) ডিপিডিসি’র পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

সোমবার রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপনি-বিতান, কাঁচাবাজার বন্ধ রাখার কথাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

রবিবার (১৯ জুন) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানায়, প্রধানমন্ত্রী যেই নির্দেশনা দিয়েছেন, তা আমাদের আইনের অন্তর্ভুক্ত। আগামীকাল থেকেই নির্দেশনার প্রতিপালন শুরু হবে।

কর্মসংস্থান প্রতিমন্ত্রী বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধিদের একটি দাবির কথা উল্লেখ করে বলেন, আগামী ১০ জুলাই কোরবানি ঈদকে কেন্দ্র করে ১ জুলাই থেকে ১০ জুলাই রাত ১০টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দাবি জানিয়েছেন।

ব্যবসায়ী প্রতিনিধিদের এই প্রস্তাব সংক্ষিপ্ত আকারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে বলে জানান বেগম মন্নুজান সুফিয়ান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিদ্যুৎ,ডিপিডিসি,জ্বালানি,সাশ্রয়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close