reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জানুয়ারি, ২০২২

নতুন করে হাসপাতালে ভর্তি দুই ডেঙ্গুরোগী

এক দিনে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকায় হাসপাতালে ভর্তি হয়েছেন দুইজন। চলতি বছরের থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১২৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৯ জন।

শুক্রবার (২৮ জনুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ছয়জন। তাদের রাজধানীর সরকারি হাসপাতালে চারজন এবং অন্যান্য বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতাল ক্লিনিকে দুইজন ভর্তি রয়েছেন।

অন্যদিকে, গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডেঙ্গুরোগী,এডিস মশা,মশা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close