reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জানুয়ারি, ২০২২

রামপুরায় পাওয়ার হাউজে আগুন

রাজধানীর রামপুরায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) পাওয়ার হাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। তবে আগুন লাগার উৎস এখনও জানা যায়নি।

সোমবার (২৪ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, সকাল সাতটা ২০ মিনিটে উলন গ্রিড সাব স্টেশনে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের পাঁচটি ইউনিট কাজ করছে। আরও বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।

এদিকে সাব স্টেশেনের পাশে ঢাকা পাওয়ার ড্রিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের বিল্ডিংয়ের ভেতর থেকেও প্রচণ্ড ধোঁয়া বের হতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছেন।

আগুন লাগার কারণে রামপুরা ও এর আশপাশের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রামপুরা,পাওয়ার হাউজ,আগুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close