reporterঅনলাইন ডেস্ক
  ২১ জানুয়ারি, ২০২২

যাত্রাবাড়ীতে নিহত তিনজনের পরিচয় মিলেছে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাসের ধাক্কায় নিহত সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীর পরিচয় মিলেছে। তারা একই পরিবারের সদস্য।

শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে মাতুয়াইল মাতৃসদন হাসপাতালের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—আবদুর রহমান (৬০), তার মেয়ে শারমিন (৩৮) ও মেয়ের স্বামী রিয়াজুল (৪৫)। এ ঘটনায় শারমিনের মেয়ে বৃষ্টি (৬) ও অটোরিকশাচালক রফিক (৪২) আহত হন।

আবদুর রহমানের ছেলে তানভীর আহমেদ ঢাকায় ব্যবসা করেন, মাতুয়াইলেই তার বাসা। যাত্রাবাড়ী থানার ওসি মো. মাযহারুল ইসলাম জানান, তানভীরের মা মহাখালীর ক্যান্সার হাসপাতালে ভর্তি। তাকে দেখতে গ্রামের বাড়ি থেকে তার বাবা, বোন, ভগ্নিপতি ও তাদের মেয়ে ভোরে ঢাকা পৌঁছায়। সদরঘাটে নেমে অটোরিকশায় করে মাতুয়াইলে তার বাসায় যাওয়ার পথে তারা দুর্ঘটনায় পড়েন।

ওসি বলেন, মাতুয়াইল মাতৃসদন হাসপাতালের সামনে অটোরিকশাটি রাস্তা ক্রস করে উত্তর পাশ থেকে দক্ষিণপাশে আসার মূহূর্তে কাঁচপুর থেকে ঢাকামুখী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়।

সকাল ৮টার দিকে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।

বাস নিয়ে চালক পালিয়ে গেছে জানিয়ে ওসি মাযহারুল বলেন, তাকে ধরার চেষ্টা চলছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যাত্রাবাড়ী,দুর্ঘটনা,নিহত,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close