reporterঅনলাইন ডেস্ক
  ১৫ জানুয়ারি, ২০২২

নাসিক নির্বাচনে নারী-পুরুষ ভোটার প্রায় সমানে সমান

শীতলক্ষ্যার পাড়ে আর মাত্র কয়েক ঘণ্টা পরই অনুষ্ঠিত হবে নাসিক নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। তৃতীয়বারের এবারের নির্বাচনে ভোট দেবেন প্রায় সমান সংখ্যক নারী ও পুরুষ ভোটার।

নাসিক নির্বাচনে বিরাজ করছে টান টান উত্তেজনা। বিএনপির বহিষ্কৃত নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার এবারের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে শুরু থেকেই। রাত পোহালেই শুরু হবে নাসিক নির্বাচন।

শনিবার ইসির জনসংযোগ পরিচালক (যুগ্ম-সচিব) এসএম আসাদুজ্জামান জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর ১৯২টি কেন্দ্রে থাকবে ১ হাজার ৩৩৩ ভোটকক্ষ। এবারের নির্বাচনে ৫ লাখ ১৭ হাজার ৩৬১ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

নাসিক নির্বাচনে নারী-পুরুষ ভোটার

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নারী ও পুরুষ ভোটার প্রায় সমানে সমান। পুরুষ ভোটারের সংখ্যা- ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন, নারী ভোটারের সংখ্যা- ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৪ জন।

নাসিক নির্বাচনে এবার মোট ১৮৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র পদে ছয়জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৪ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৫ জন।

মেয়র পদে ৭ প্রার্থী হলেন-

বাংলাদেশ আওয়ামী লীগের সেলিনা হায়াত আইভী (নৌকা), খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার (হাতি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন (বটগাছ), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস (হাতঘড়ি) এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর নাসিক নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২০১১ সালে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর এবার এই সিটিতে এটি তৃতীয় নির্বাচন হতে যাচ্ছে। প্রথমবার ৯টি ওয়ার্ডে ইভিএমে, বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হয়। ২০১৬ সালে সব কেন্দ্রে ব্যালট পেপারে ভোট হয়। রাত পোহালেই শুরু হবে নির্বাচন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন,নির্বাচন কমিশন,পৌরসভা নির্বাচন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close