reporterঅনলাইন ডেস্ক
  ১৫ জানুয়ারি, ২০২২

নিষেধাজ্ঞা না মানলে পরিণতি হবে ভয়াবহ : স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

বিশ্বব্যাপী আবারো তাণ্ডব শুরু করেছে করোনাভাইরাস। এর প্রভাব পড়েছে বাংলাদেশও। দিন দিন সংক্রমণ বাড়ছে জ্যামিতিক হারে। এমন পরিস্থিতিতে সরকারের দেয়া ১১ দফা বিধিনিষেধ না মানলে দেশের অবস্থা ভয়াবহ হবে হুশিয়ার করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১৫ জানুয়ারি) সকালে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট ও সিটি স্ক্যান মেশিন উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউন দিলে দেশের ক্ষতি হবে। আমরা সেদিকে যেতে চাই না, তাই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। তাই করোনা রোধে সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১১ দফা বিধিনিষেধ জারি করেছে সরকার। বিধিনিষেধের প্রথম দুই দিনে মানুষকে সরকারঘোষিত নির্দেশনা খুব একটা মানতে দেখা যায়নি। বিধিনিষেধ অনুযায়ী স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় এবং মাস্ক না পরায় অনেককে জরিমানা গুনতে হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানিকগঞ্জ,করোনাভাইরাস,স্বাস্থ্যমন্ত্রী,ভয়াবহ পরিণতি,স্বাস্থ্যবিধি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close