reporterঅনলাইন ডেস্ক
  ১০ জানুয়ারি, ২০২২

মসজিদেও ইমামরা জুমার খুতবায় সচেতনতায় কাজ করবেন

ফাইল ছবি

করোনাভাইরাস ও এর নতুন ধরন ওমিক্রন সংক্রমণ বাড়তে থাকায় দেশব্যাপী ১১ দফা কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। আগামী ১৩ জানুয়ারি বৃহস্পতিবার এসব বিধিনিষেধ কার্যকর করা হবে।

করোনা মহামারি প্রতিরোধে ১১ দফা বিধিনিষেধ জারি করেছে সরকার। এই ১১ দফার মধ্যে অন্যতম দফা হচ্ছে- মসজিদেও জুমার নামাজে আগতদের মাস্ক পরিধানে সচেতন করবেন সংশ্লিষ্ট ইমামরা।

বিধিনিষেধের ৮ দফায় বলা হয়- স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং মাস্ক পরিধানের বিষয়ে সব মসজিদে জুমার নামাজের খুতবায় ইমামরা সংশ্লিষ্টদের সচেতন করবেন। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণ এ বিষয়টি নিশ্চিত করবেন।

সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, জনসাধারণকে অবশ্যই বাইরে গেলে মাস্ক পরিধান করতে হবে।

স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ ও আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই টিকা সনদ দেখাতে হবে। আগামী ১৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ১১ দফা নির্দেশনা মেনে চলতে হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনাভাইরাস,সরকার,বাংলাদেশ,ওমিক্রন,বিধিনিষেধ,করোনা-ভ্যাকসিন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close