reporterঅনলাইন ডেস্ক
  ০৫ ডিসেম্বর, ২০২১

রামপুরায় বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার দুই

ছবি : সংগৃহীত

রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহত হওয়ার জেরে কয়েকটি বাসে আগুন ও ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- স্বপন রেজা (২৫) ও শহিদ ব্যাপারী (২২)। স্বপন প্রাইভেটকার চালক, শহিদ সবজি বিক্রেতা।

শনিবার (৪ ডিসেম্বর) রাতে রামপুরা থেকে স্বপন রেজাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। শহিদকে আগেই গ্রেপ্তার করা হয়। বাসে আগুন ও ভাঙচুরের ঘটনায় রামপুরা থানা পুলিশের করা মামলায় এ দুজনকে গ্রেপ্তার দেখানো হয়।

রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার স্বপন রেজাকে আদালতে পাঠিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তা নিয়ে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

গত সোমবার রাতে রামপুরা এলাকায় বাসচাপায় মারা যায় স্কুলশিক্ষার্থী মাঈনুদ্দীন ইসলাম। নিহত হওয়ার পর ওই রাতে ৯টি বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রামপুরা,বাসে আগুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close