reporterঅনলাইন ডেস্ক
  ২৭ অক্টোবর, ২০২১

এক ঘণ্টার চেষ্টায় গুলশানে লাগা আগুন নিয়ন্ত্রণে

ছবি : প্রতিদিনের সংবাদ

রাজধানীর অভিজাত এলাকা গুলশানের পিংক সিটি সংলগ্ন একটি ছয় তলা ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিস কর্মীদের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে দমকল বাহিনীর ৬টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাফি বলেন, আমরা বেলা ১১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে ঘটনাস্থলে আমাদের ৮টি ইউনিট যায়। সেখান থেকে দুটি ইউনিট ফিরে আসে। বাকি ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি। এছাড়া কেউ হতাহত হওয়ার খবর আমাদের কাছে আসেনি।

তবে আগুন লাগার প্রাথমিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের লোকজন এখনো আগুন নেভানোর কাজ করছেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, সকালে গুলশান-২ পিংক সিটির পাশের ভবন থেকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ হয়। এরপরই ধোঁয়া দেখা যায়। সম্ভবত এসি বিস্ফোরণ হতে পারে বলে ধারণা তাদের।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজধানী,গুলশান-২,পিংক সিটি,অগ্নিকাণ্ড,এসি বিস্ফোরণ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close