নিজস্ব প্রতিবেদক

  ১৪ অক্টোবর, ২০২১

নিয়োগ চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে পরীক্ষার্থীদের নোটিশ

মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান এবং কার্ডিওগ্রাফার পদে নিয়োগ চেয়ে ৩০০ শিক্ষার্থী একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন্। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্ট চারজনকে এটি পাঠানো হয়েছে। জবাব না পেলে ২৪ ঘণ্টা পর রিট করা হবে।

বৃহস্পতিবার ফাহমিদা আক্তার শম্পাসহ৩ শতাধিক পরীক্ষার্থীর পক্ষে আইনজীবী শেখ জাহাঙ্গীর আলম এটি পাঠান।

এছাড়া মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে পরীক্ষা নেওয়ার পর ফল প্রকাশ না করে নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। প্রার্থীদের মৌখিক পরীক্ষার ফল ঘোষণা করে উত্তীর্ণদের নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে নোটিশে।

নোটিশদাতাদের আইনজীবী শেখ জাহাঙ্গীর আলম বলেন, নোটিশ দাতারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করেন। কিন্তু মৌখিক পরীক্ষার ফল প্রকাশ না করে স্বাস্থ্য অধিদপ্তর ৩১ সেপ্টেম্বর এক অফিস আদেশে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করেন। এতে করে ভুক্তভোগীরা সংক্ষুব্ধ হয়ে নোটিশটি পাঠায়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উকিল নোটিশ,স্বাস্থ্য অধিদপ্তর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close