reporterঅনলাইন ডেস্ক
  ১৪ অক্টোবর, ২০২১

কুমিল্লার ঘটনায় উত্তপ্ত সারাদেশ, বিজিবি মোতায়েন

ফাইল ছবি

চাঁদপুরে পূজামণ্ডবে অনাকাঙ্ক্ষিত ‘কোরআন অবমাননা’কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সারাদেশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ ও দুর্গাপূজার কার্যক্রম স্বাভাবিক রাখতে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান জানান, দুর্গাপূজায় সুশৃঙ্খলতা বজায় রাখতে জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল বুধবার (১৩ অক্টোবর) থেকেই বিজিবি কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

ওই কর্মকর্তা আরো জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানীতেও বিজিবি মোতায়েন করা হবে। মন্দির ও এর আশপাশে টহল দিতে অন্যান্য বাহিনীর সঙ্গে বিজিবি মাঠে থাকবে বলে জানান তিনি।

এদিকে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুমিল্লা ও চাঁদপুরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি বুধবার রাত থেকে ওই অঞ্চলে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পূজামণ্ডব,কোরআন অবমাননা,মৃত্যু,চাঁদপুর,বিজিবি মোতায়েন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close