reporterঅনলাইন ডেস্ক
  ১৩ অক্টোবর, ২০২১

মুদি দোকানি থেকে মানবপাচার চক্রের হোতা

মানবপাচার চক্রের এক শীর্ষ হোতাকে আটক করার কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৩ অক্টোবর) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, মানবপাচার চক্রের অন্যতম হোতা সাইফুল ইসলাম টুটুল (৩৮) ছাড়াও তার ৭ সহযোগীকে আটক করা হয়েছে।

র‌্যাব জানান, আটক টুটুল এবং তার অন্যতম সহযোগী তৈয়ব আলীকে (৪৫) রাজধানীতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের আরও ৬ জনকে আটক করা হয়।

র‌্যাবের কর্মকর্তা ইমরান খান আরও বলেন, আটক টুটুল একজন মুদি দোকানদার ছিল। সেখান থেকে ওভারসিজ প্রতিষ্ঠানের মালিক হয়েছেন তিনি। আর ওই ওভারসিজ প্রতিষ্ঠানের মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে মানবপচার করে আসছেন। এজন্য সে বিশাল একটি চক্রও গড়ে তুলেছে।

এ বিষয়ে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানবপাচার,মুদি দোকান,চক্র,হোতা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close