reporterঅনলাইন ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর, ২০২১

অপপ্রচারকারীর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান শিক্ষা উপমন্ত্রীর

ফাইল ছবি

যারা বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংস্কৃতি ও মূল্যবোধে বিশ্বাস করে না, বিদেশে বসে যারা দেশের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অনলাইনে অপপ্রচার চালায়, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসীদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি রবিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে এ আহ্বান জানান।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট অনলাইনে সোচ্চার হবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই হোক আমাদের অঙ্গীকার। অবশ্যই আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ড করবো, তবে গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে বিএনপি-জামাতের বিরুদ্ধে সাংস্কৃতিক কর্মীরা জবাব দেবেন।’

নওফেল বলেন, ‘বিদেশে বসে দেশের বিরুদ্ধে কনক সারওয়ার, ডেভিড বার্গম্যানসহ যারা অপপ্রচার চালাচ্ছেন, তাদের প্রতিহত করার জন্য রাজপথে প্রতিবাদের পাশাপাশি অনলাইনে সক্রিয়ভাবে প্রতিবাদ জানাতে হবে।’

তালেবানের সঙ্গে তারেক রহমানের সম্পর্ক রয়েছে উল্লেখ করে নওফেল বলেন, ‘তারেক রহমান বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানাতে চেয়েছিলেন, তারা ক্ষমতায় আসার পর তালেবান নেতাদের সঙ্গে মিটিং করেছিলেন। আগের বার যখন তালেবান ক্ষমতায় আসলো, তখন বাংলাদেশের একটি গোষ্ঠী আফগানিস্তানে প্রশিক্ষণ নিতে যায়। এদের সঙ্গে এক টেবিলে বসে খুন করার জন্য পরিকল্পনা শুরু করে।’

নওফেল আরো বলেন, ‘যারা খুনের রাজনীতি বিশ্বাস করে, পরিকল্পিতভাবে খুন করে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। আমাদের আহসানউল্লাহ মাস্টার সাহেবসহ অনেকেই তাদের হাতে খুন হয়েছে। এ কারণে নেতাকর্মীদের এসব বিষয়ে আরও সোচ্চার ও সক্রিয় হতে হবে। ’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ফাল্গুনী হামিদসহ অন্য নেতৃবৃন্দ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অপপ্রচারকারী,শিক্ষা উপমন্ত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close