reporterঅনলাইন ডেস্ক
  ২৫ সেপ্টেম্বর, ২০২১

চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত ৬ হাজার ৭৪৯

গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ২১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এমন রোগীর সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের গত ২৪ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ছয় হাজার ৭৪৯ জন ডেঙ্গু রোগী।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় যে ২১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৬৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ জন। সবমিলিয়ে এই বছরে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ৫৯ জন মানুষ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডেঙ্গু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close