reporterঅনলাইন ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর, ২০২১

ডেঙ্গু : হাসপাতালে ভর্তি আরও ১৮৯ জন

একদিনে আরও ১৮৯ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৬৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন।

প্রতিবেদনে বলা হয়, এ বছর ডেঙ্গুতে ৫৯ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে মোট ভর্তি রোগী এক হাজার ৪৮ জন।

ঢাকায় হাসপাতালে ভর্তি আছেন ৮২৭ জন এবং অন্যান্য বিভাগে হাসপাতালে ভর্তি আছেন ২২১ জন ডেঙ্গু রোগী।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাসপাতালে ভর্তি,ডেঙ্গু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close