reporterঅনলাইন ডেস্ক
  ২০ সেপ্টেম্বর, ২০২১

১৬০ ইউপি ও ৯ পৌরসভায় ভোট চলছে

সারাদেশে শুরু হয়েছে প্রথম ধাপের স্থগিত ১৬০ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ। সেসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ ধাপের স্থগিত ৯টি পৌরসভায় ভোটগ্রহণ।

সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে তৃণমূলের এ নির্বাচনে।

এর আগে নির্বাচন কমিশন (ইসি) ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়। করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে এ নির্বাচন হওয়ার কথা জানিয়েছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। ইসি থেকে হুশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

পৌরসভা : পঞ্চগড়ের দেবীগঞ্জ, যশোরের নওয়াপাড়া, ফরিদপুরের ভাঙ্গা, কুমিল্লার নাঙ্গলকোট, ফেনীর সোনগাজী, নোয়াখালী কবিরহাট, চট্টগ্রামের বোয়ালখালী এবং কক্সবাজার জেলার মহেশখালী ও চকরিয়া পৌরসভার ভোট হবে ২০ সেপ্টেম্বর। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। তিনটি পৌরসভায় মেয়র প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ইউপি : ১৬০টি ইউপির মধ্যে ৪৪টিতে চেয়ারম্যান প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তবে অন্যপদগুলোতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হওয়ায় ১৬০টিতে ভোট হবে। এর মধ্যে ১১টিতে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নির্বাচন,ভোটগ্রহণ,ইসি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close