reporterঅনলাইন ডেস্ক
  ০৫ আগস্ট, ২০২১

শুক্রবার থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চলবে

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্ত ঊর্ধগতির দিকে রয়েছে। এ কারণে চলমান কঠোর লকডাউনের মেয়াদ আরও ৫ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়েছে। তবে অভ্যন্তরীণ রুটে শুক্রবার থেকে ফ্লাইট চলাচল করবে।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ লকডাউন বাড়ানোর যে প্রজ্ঞাপন জারি করেছে সেখানে এ তথ্য জানানো হয়েছে।

ইউএস বাংলার মহাব্যবস্থাপক জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী শুক্রবার থেকে অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল শুরু হবে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে এ বছরের ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ চলছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ৫ আগস্ট পর্যন্ত ছিল কঠোর বিধিনিষেধ। এখন তা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করে প্রজ্ঞাপন জারি করা হলো।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অভ্যন্তরীণ ফ্লাইট,করোনাভাইরাস,মহামারি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close