reporterঅনলাইন ডেস্ক
  ৩১ জুলাই, ২০২১

ফের বিধিনিষেধ বাড়ানোর ব্যাপারে যা বললেন প্রতিমন্ত্রী

ফাইল ছবি

কঠোর বিধিনিষেধের মেয়াদ ফের বাড়ানো হবে কি না- তা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, আগামী ৩ বা ৪ আগস্ট এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শনিবার গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি বিবেচনা করে ৫ আগস্টের পর কী হবে সেই সিদ্ধান্ত আমরা দেব। তবে লকডাউন কী পরিসরে থাকবে তা আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। আমরা আলোচনা করে সিদ্ধান্ত জানাবো।

প্রতিমন্ত্রী আরও বলেন, চলমান এই বিধিনিষেধ কঠোরতম ছিল। সেই অনুযায়ী আমাদের সবকিছুই বন্ধ ছিল, কিন্তু এখন তো আর সেটি থাকছে না। এখন স্বল্প পরিসরে খোলা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের শিল্প-কারখানা খোলা হচ্ছে।

সরকারের এই ঘোষণার পর শুক্রবার থেকেই গ্রাম থেকে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। সড়ক-মহাসড়কেও যানবাহন চলাচল বেড়েছে। যে যেভাবে পারছেন ঢাকায় ঢুকছেন।

পিডিএসও/ইউসুফ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনাভাইরাস,কঠোর বিধিনিষেধ,ফরহাদ হোসেন,শিল্পকারখানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close