reporterঅনলাইন ডেস্ক
  ২১ জুলাই, ২০২১

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ ঈদে

ঈদে রাজধানীবাসীকে ভোগান্তি থেকে মুক্ত রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি এবং বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো। এজন্য নেয়া হয়েছে প্রস্তুতি। জরুরি সেবা খাত হিসেবে বিতরণ কোম্পানিগুলোর বিশেষ কর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে।

পিডিবিসহ সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ঈদে শহরের অফিস, কারখানা, দোকানপাট বন্ধ থাকায় বিদ্যুতের চাহিদা কম থাকে। বিপুল সংখ্যক মানুষ ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি চলে গেছেন। প্রায় অর্ধকোটি মানুষ ঢাকা ছেড়েছেন। এ অবস্থায় যারা রাজধানীতে রয়েছেন তাদের যাতে বিদ্যুৎ নিয়ে অভিযোগ না থাকে সেদিকেও বিশেষ নজর রাখা হবে।

বিতরণ কোম্পানি সূত্রে জানা গেছে, প্রতিটি কন্ট্রোল রুম আগের মতো প্রস্তুত আছে। কোথাও সমস্যা হলে দ্রুত সমাধানের জন্য তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ,ঈদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close