reporterঅনলাইন ডেস্ক
  ১০ মে, ২০২১

ইবাদত বন্দেগিতে পবিত্র শবেকদর পালিত

ইবাদত বন্দেগির মধ্য দিয়ে সারাদেশে পালিত হয়েছে পবিত্র শবেকদর। লাইলাতুল কদর উপলক্ষে রোববার রাতে রাজধানীর বায়তুল মোকাররমসহ সারাদেশে মসজিদে মসজিদে মানুষের ঢল নামে। সরকারি নির্দেশনা থাকায় স্বাস্থ্যবিধি মেনে অনেকে বাসা-বাড়িতে একাকি নামাজ, ইবাদত বন্দেগির মাধ্যমে শবেকদর পালন করেন।

মহিমান্বিত এই রজনীতে ধর্মপ্রাণ মুসল্লিরা এশার নামাজ, তারাবি শেষে মহান আল্লাহ ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, কবর জেয়ারত, দান-সদকা ও ইবাদত বন্দেগিতে মশগুল থাকেন।

এর আগে এশা, তারাবি ও লাইলাতুল কদরের নফল নামাজ শেষে আখেরি মোনাজাতে করোনাভাইরাসসহ বালা-মুসিবত থেকে মুক্তি এবং দেশ ও জাতির সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে স্বাস্থ্যবিধি মেনে এশার নামাজ ও তারাবি আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে দেশ ও জাতির জন্য দোয়া মোনাজাত করেন বায়তুল মোকাররমের ইমাম মাওলানা মুহিব্বুল্লাহ বাকী নদভী।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শবেকদর,লাইলাতুল কদর,বায়তুল মোকাররম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close