reporterঅনলাইন ডেস্ক
  ২৯ এপ্রিল, ২০২১

করোনায় ফের বাড়ল মৃত্যু

নভেল করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৮৮ জন। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১১ হাজার ৩৯৩ জনে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৩৪১ জনের। এ নিয়ে এখন পর্যন্ত করোনা রোগী ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জন।

করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৮২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৭৭ হাজার ১০১ জন।

এর আগে বুধবার দেশে করোনাভাইরাসে ৭৭ জন মারা যান আর নতুন করে শনাক্ত হন ২ হাজার ৯৫৫ জন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনাভাইরাস,স্বাস্থ্য অধিদপ্তর,মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close