reporterঅনলাইন ডেস্ক
  ১১ এপ্রিল, ২০২১

দূরপাল্লার পরিবহন বন্ধ থাকবে

সোম-মঙ্গলবারও থাকছে বিধিনিষেধ

সোম ও মঙ্গলবার (১২ ও ১৩ এপ্রিল) চলমান বিধিনিষেধ ধারাবাহিক থাকবে। অর্থাৎ এখন যে বিধিনিষেধ চলছে, তা ১২ ও ১৩ এপ্রিল বলবৎ থাকবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান।


আরও পড়ুন : ১৪ এপ্রিল কঠোর লকডাউনের আগের দুই দিন কী হবে?


আজ শেষ হচ্ছে প্রথম দফার বিধিনিষেধ। ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন। মাঝের এই দুদিন কী হবে—তা নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যেই সেতুমন্ত্রী বিষয়টি পরিষ্কার করলেন।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সময় দূরপাল্লার পরিবহনও বন্ধ থাকবে বলে জানান ওবায়দুল কাদের।

ফলে ১২ ও ১৩ এপ্রিলও চলমান বিধিনিষেধ থাকবে, বুধবার থেকে শুরু হবে কঠোর লকডাউন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিধিনিষেধ,ওবায়দুল কাদের,করোনাভাইরাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close