reporterঅনলাইন ডেস্ক
  ১৭ মার্চ, ২০২১

কারাবন্দিরা আঁকলেন জাতির পিতাকে

জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করেছেন কারাবন্দিরা। ৭১৪ কম্বল দিয়ে জাতির পিতার তর্জনী উঁচু করা ছবি এঁকেছেন তারা। বুধবার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার মাঠে কম্বল দিয়ে বঙ্গবন্ধুর এ প্রতিকৃতি আঁকেন কারাবন্দিরা।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুব আলম জানান, কেন্দ্রীয় কারাগারের বন্দিরা ২০ জনের দলে ভাগ হয়ে গতকাল দিনে ও রাতে ৭১৪ কম্বল দিয়ে ছবিটি আঁকেন। কারাগারের অধিকাংশ বন্দিরা এই চিত্রাঙ্কনে অংশ নেন।

তিনি আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ছিল ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারা অভ্যন্তরে অস্থায়ীভাবে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কারাবন্দিদের সঙ্গে আলোচনা সভা, কেক কাটা ও বিশেষ দোয়া।

এ ছাড়া বন্দিদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয় ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বঙ্গবন্ধু,কারাবন্দি,আকঁলেন,জাতির পিতা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close