reporterঅনলাইন ডেস্ক
  ১৩ জানুয়ারি, ২০২১

গুলশানে ভবনে বিস্ফোরণ : নিহত ১, আহত ৭

রাজধানীর গুলশানে একটি ভবনে হঠাৎ বিস্ফোরণে একজনের মৃত্যু এবং সাতজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গুলশান ২-এর ২৩ নম্বর রোডের ওই ভবনে সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রসেসিং কার্যালয় এবং এনসিসি ব্যাংকের শাখা রয়েছে।

বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ বা ফায়ার সার্ভিস।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, বুধবার বেলা দেড়টার দিকে ওই ভবনে হঠাৎ বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কম্প্রেসর বিস্ফোরিত হয়ে থাকতে পারে। তবে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকেও ডাকা হয়েছে। তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।

বারিধারা ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আবুল কালাম আজাদ বলেন, বিস্ফোরণে একজন মারা গেছেন। আরও সাতজন আহত আছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণে ভবনের নিচতলার সামনের অংশ ব্যাপক ক্ষতি হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিস্ফোরণ,গুলশান,ভিসা সেন্টার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close