reporterঅনলাইন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর, ২০২০

​অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে স্থানীয় সরকারমন্ত্রীর শোক

বাংলাদেশ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

স্থানীয় সরকার মন্ত্রী রোববার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মন্ত্রী আরও জানান, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মাহবুবে আলম। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মামলায়ও যুক্ত ছিলেন তিনি। আইন অঙ্গনে তার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের এ জ্যেষ্ঠ আইনজীবী ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর ২০০৯ সালের ১৩ জানুয়ারি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অ্যাটর্নি জেনারেল,মাহবুবে আলম,স্থানীয় সরকারমন্ত্রী,শোক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close