reporterঅনলাইন ডেস্ক
  ০৫ আগস্ট, ২০২০

সার্কুলার আসছে

সুস্থ হওয়া ব্যক্তিদের পুনরায় করোনা টেস্টের প্রয়োজন নেই

যারা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ১৪ দিন পার করেছেন এবং কোনো উপসর্গ নেই বা সুস্থ হয়ে উঠেছেন তাদের পুনরায় করোনা টেস্ট করার দরকার নেই। সরকারের রোগতত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।

ড. ফ্লোরা বলেন, আগেই একদফা সরকারি নির্দেশনার মাধ্যমে বিষয়টি পরিস্কার করা হয়েছিল। তার পরেও আমরা শুনছি সুস্থ হওয়ার পর কাজে যোগদানের সময় অনেক সরকারি-বেসরকারি অফিসে নেগেটিভ সার্টিফিকেট চাওয়া হচ্ছে। ফলে আমরা এ বিষয়ে আরেকটি সার্কুলার দেওয়ার উদ্যোগ নিয়েছি। আজ-কালের মধ্যেই ওই সার্কুলারটি দেওয়া হতে পারে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুস্থ,করোনা,টেস্ট,পুনরায়
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close