reporterঅনলাইন ডেস্ক
  ০৭ জুলাই, ২০২০

রাজধানীর কিছু এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

ঢাকা এলিভিটেড এক্সপ্রেসওয়ে (ডিইই) মূল কাজ শুরুর আগে প্রকল্প এলাকা দিয়ে যাওয়া পাইপলাইন সরানোর জন্য মঙ্গলবার বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৬ ঘণ্টা।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা সেনানিবাসের আবাসিক এলাকা, মহাখালী ডিওএইচএস, বনানীর শহীদ তাজউদ্দীন আহমদ সরণির উভয় পাশে, পূর্ব নাখালপাড়া ও বনানী এলাকার সব আবাসিক, বাণিজ্যিক, শিল্প গ্রাহক এবং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন-অপসারণ প্রকল্পের অংশ হিসেবে বনানী রেল স্টেশন থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হবে।

এসব এলাকার গ্রাহকদের সময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গ্যাস,তিতাস,পাইপলাইন স্থানান্তর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close