reporterঅনলাইন ডেস্ক
  ১৭ এপ্রিল, ২০২০

ঢাকা ছাড়লেন ৩০০ অস্ট্রেলিয়ান নাগরিক

বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এবার ঢাকা ছাড়লেন অস্ট্রেলিয়ার প্রায় ৩০০ নাগরিক ও স্থায়ী বাসিন্দা।

বৃহস্পতিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইট তাদের নিয়ে রওনা হয়। এসময় বিমানবন্দরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার ফ্লাইটটির যাত্রীদের বিদায় জানান।

এর আগে গত সপ্তাহে বিশেষ ফ্লাইটটিতে সিট পেতে নিবন্ধন করার জন্য হাইকমিশন আহ্বান জানালে ৩৩৯ জন আবেদন করেন।

নাগরিকদের স্বদেশে ফিরিয়ে নিতে পেরে বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেবিচক, বাংলাদেশ পুলিশ ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশন।

বাংলাদেশে করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া, যুক্তরাজ্যসহ অনেক রাষ্ট্র তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে শুরু করে।এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার নাগরিকরা তাদের দেশে ফিরে গেলেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা পরিস্থিতি,করোনা সংকট,ঢাকা ছাড়লেন,অস্ট্রেলিয়ান নাগরিক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close