reporterঅনলাইন ডেস্ক
  ১২ এপ্রিল, ২০২০

একদিনে ১৩৯ করোনায় আক্রান্ত, মৃত্যু আরও ৪

দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে ১৩৯ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। রোববার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ১ হাজার ৩৪০ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৩৯ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড ১৯-এর সংক্রমণ পাওয়া গেছে। এতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬২১ জনে।

ডা. মীরজাদি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। এতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। সর্বশেষ মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

এদিকে আগে থেকেই করোনায় আক্রান্ত আরও তিনজন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন বলেও জানান আইইডিসিআর পরিচালক। এতে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হলেন ৩৯ জন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনাভাইরাস,আইইডিসিআর,ডা. মীরজাদি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close