reporterঅনলাইন ডেস্ক
  ৩১ মার্চ, ২০২০

করোনা উপসর্গ নিয়ে মৃত্যু : বিভ্রান্তি দূর করলো আইইডিসিআর

দেশে গত কিছুদিনে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে যারা মারা গেছেন, তাদের কেউ করোনোভাইরাসে আক্রান্ত ছিলেন না বলে জানিযেছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

প্রতিষ্ঠানটি বলেছে, এ ধরণের উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় দেখা গেছে—মৃতদের কেউ করোনায় আক্রান্ত ছিলেন না।

মঙ্গলবার অনলাইনে সংবাদ ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা এ কথা জানান।

তিনি বলেন, ঢাকার বাইরের মৃত্যুগুলো নিয়ে একধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। কিন্তু বিভ্রান্ত হবার কিছু নেই। তারা কেউ করোনায় আক্রান্ত ছিলেন না।

ডা. মীরজাদী আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে দুইজনের দেহে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইইডিসিআর,করোনা,উপসর্গ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close