reporterঅনলাইন ডেস্ক
  ১৬ জানুয়ারি, ২০২২

নির্বাচনী পরিবেশে সন্তুষ্ট পর্যবেক্ষকরা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে বলেই মন্তব্য করেছেন নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী।

রবিবার দুপুর ১টায় নারায়ণগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে গণমাধ্যমকে তিনি সার্বিক সন্তুষ্টির কথা জানান।

পরিদর্শন দলের ব্যাপারে আবেদ আলী জানান, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনসহ ছয়টি সংস্থা এবারের নাসিক নির্বাচন পর্যবেক্ষণ করছে।

এদিকে নির্বাচনের ভোটগ্রহণের ধীরগতির বিষয়ে তিনি বলেন, ভোটগ্রহণ প্রক্রিয়ার স্লো’র বিষয়টি আমাদেরও নজরে এসেছে, আসলে বয়ষ্ক ও নারীদের কারণে এই ধীর গতি হচ্ছে। এছাড়া সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিকই আছে।

নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করে পর্যবেক্ষক দলের প্রধান বলেন, এ পর্যন্ত ৮১টি কেন্দ্র পরিদর্শন করেছি। আমাদের প্রত্যাশা অনুযায়ী শান্তিপূর্ণ ভাবেই ভোট অনুষ্ঠিত হচ্ছে। যেভাবে চলছে সেভাবেই ভোটগ্রহণ চললে অন্ততপক্ষে ৫০ থেকে ৬০ শতাংশ কাস্ট হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাসিক নির্বাচন,পরিবেশ,সন্তুষ্টি,পর্যবেক্ষক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close