reporterঅনলাইন ডেস্ক
  ১৬ জানুয়ারি, ২০২২

ইভিএমে ভোগান্তির অভিযোগ ভোটারদের

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ভোট গ্রহণ চলছে। রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোট দিতে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভিড় জমিয়েছেন ভোটাররা। তবে ইভিএমে ভোট দিতে গিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ভোটাররা।

নগরীর বিবি মরিয়ম ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল ৯টায় কেন্দ্রের সামনে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন। কেন্দ্রের ভেতরে গিয়ে দেখা যায় ইভিভিএম মেশিনে ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন সাধারণ নারী ভোটাররা।

ভোট কেন্দ্রের এক কাউন্সিলর প্রার্থীর পোলিং এজেন্ট জানান, প্রথম দিকে সকাল আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত আট জন ভোটার এসেছিলেন। তাদের মধ্যে তিন জন ভোট দিতে পেরেছেন। বাকিরা ভোট দিতে না পেরে চলে গেছেন।

তিনি জানান, ভোটাররা ভোট দেওয়ার নিয়ম বুঝতে পারছেন না। যে কারণে সমস্যা হচ্ছে।

ভোট দিতে কেন সমস্যা হচ্ছে, জানতে চাইলে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাহবুবুর রহমান টনি বলেন, প্রথম দিকে নারী ভোট কেন্দ্রে কিছুটা সমস্যা হয়েছিল। পরে তাদের বুঝিয়ে দিলে তারা ভোট দিতে পারছেন। শুনেছি দুই-একজন ভোটারের ফিঙ্গার প্রিন্ট মেলেনি। তাদের হাত ঘামা থাকায় তাদের অপেক্ষা করতে বলা হয়েছিল, কিন্তু তারা ভোট না দিয়ে চলে যায়।

এদিকে, ভোট দিতে গিয়ে ফিঙ্গার প্রিন্ট না মেলাসহ ইভিএমে ভোট দেওয়ার অভিজ্ঞতার অভাবে অনেক ভোটার বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাসিক নির্বাচন,ইভিএম,ভোগান্তি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close